ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ড. কামাল হোসেন ও ফখরুলদের জগাখিচুড়ির ঐক্য ভেঙে পড়বে’   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২০:০৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল, জঙ্গি, সন্ত্রাসী ও রাজাকারের সঙ্গে যে ‘জগাখিচুড়ি’র ঐক্য গড়েছেন সেটা তাসের ঘরের মতো শিগগিরই ভেঙে পড়বে বলে মন্তব্য করেছে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।     

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ।  

নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে মৌসুমি পাখির মতো হঠাৎ উদয় হয় তাদের। যেখানে জঙ্গি, সন্ত্রাসী ও রাজাকারের সঙ্গে মিলে যে ঐক্য গড়া হচ্ছে, তাতে ফলপ্রসূ হবে না। বিএনপি এই ঐক্যের মাধ্যমে যদি দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া ও তারেক রহমানকে বাঁচানোর স্বপ্ন দেখে, তাহলে ভুল করবে।’  

নৌমন্ত্রী আরও বলেন, ‘ড. কামাল হোসেন ও মির্জা ফকরুল তারা যেই ঐক্য করুক না কেন, দেশের জনগণ তাতে কোন গুরুত্ব দেবে না। দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে নৌকায় ভোট দেবে এ দেশের জনগণ।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির প্রমুখ।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি